ভারতীয় সংবিধান থেকে আরো প্রশ্ন

Show Important Question


121) জাতীয় দলরূপে স্বীকৃতি লাভ করার জন্য কোনও দলের
A) চারটি অথবা চারটির বেশী রাজ্যে বৈধ ভোটের দশ শতাংশ ভোট থাকা চাই
B) চারটি অথবা চারটির বেশী রাজ্যে বৈধ ভোটের চার শতাংশ ভোট থাকা চাই
C) যে কোনো দুটি রাজ্যে বৈধ ভোটের পনেরো শতাংশ ভোট থাকা চাই
D) যে কোনো একটি রাজ্যে বৈধ ভোটের পঁচিশ শতাংশ ভোট থাকা চাই

122) কোন্‌ সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন ?
A) 1976
B) 1978
C) 1980
D) 1982

123) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে সত্য ?
A) ইহা পার্লামেন্টের নিয়ন্ত্রণাধীন
B) পার্লামেন্ট সুপ্রিম কোর্টকে এবং বিধানসভা হাইকোর্টকে নিয়ন্ত্রণ করে
C) এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান
D) উপরের কোনটিই নয়

124) নিম্নবর্ণিত সময়কালগুলির মধ্যে কোন্‌ সময়ে ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করেন ?
A) নভেম্বর, 1946- নভেম্বের, 1949
B) নভেম্বর, 1947- নভেম্বের, 1949
C) ডিসেম্বর 1946- নভেম্বের, 1949
D) ডিসেম্বর 1947- নভেম্বের, 1949

125) --------র ইচ্ছা অনু্যায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ নিজ নিজ দপ্তরে বহাল থাকেন।
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) লোকসভার অধ্যক্ষ
D) ভারতীয় সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি

126) অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উত্থাপিত হতে পারে-
A) পার্লামেন্টের যে কোনো কক্ষে
B) কেবলমাত্র লোকসভায়
C) কেবলমাত্র রাজ্যসভায়
D) কেবলমাত্র পার্লামেন্টের যৌথসভায়

127) শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতীরাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে ?
A) প্রস্তাবনা
B) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
C) মৌলিক অধিকার
D) উপরোক্ত কোনটিই নয়

128) রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের দলরূপে কে স্বকৃতি দেওয়ার অধিকারী ?
A) রাষ্ট্রপতি
B) নির্বাচন কমিশন
C) পার্লামেন্ট
D) রাষ্ট্রপতি- নির্বাচন কমিশনের সুপারিশে

129) নিম্নলিখিত কোন্‌ বাক্যটি ‘ত্রিশঙ্কু পার্লামেন্ট’-এর প্রকৃত সংজ্ঞা ?
A) যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই
B) প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিন্তূ পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া হয়নি
C) পার্লামেন্টের কাজের জন্য প্রয়োজনীয় কোরাম-এর অভাব
D) অকেজো পার্লামেন্ট

130) শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে ?
A) রাষ্ট্রপতি
B) পার্লামেন্ট
C) লোকসভা
D) সুপ্রীম কোর্ট

131) শাসনতন্ত্রের কোন্‌ সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ?
A) 56 তম সংশোধনে
B) 73 তম সংশোধনে
C) 74 তম সংশোধনে
D) 76 তম সংশোধনে

132) ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তবনা অনুযায়ী ভারতবর্ষ একটি
A) সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
B) সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
C) সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র
D) যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র

133) ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারী শাসনব্যবস্থা রূপায়ন করেছে
A) ফ্রান্স
B) ব্রিটেন
C) কানাডা
D) সুইডেন

134) ভারতীয় শাসনতন্ত্র
A) দুষ্পরিবর্তনীয়
B) পরিবর্তনীয়
C) আংশিক দুষ্পরিবর্তনীয়, আংশিক পরিবর্তনীয়
D) চুড়ান্ত দুষ্পরিবর্তনীয়

135) ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকারী হয়-
A) 9ই ডিসেম্বর,1946
B) 26শে জানুয়ারী,1949
C) 26শে জানুয়ারী,1950
D) 26শে জানুয়ারী,1951

136) নিম্নোক্ত পদগুলির কোনটি ভারতীয় সংবিধানে উল্লেখ নেই ?
A) রাজসভার উপাধ্যক্ষ
B) লোকসভার ডেপুটি স্পিকার
C) রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার
D) উপ-প্রধানমন্ত্রী

137) লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে নুন্যতম কত শতাংশ সদস্যপদ পেতে হয় ?
A) 5 শতাংশ
B) 10 শতাংশ
C) 15 শতাংশ
D) 20 শতাংশ

138) ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টের উভয় কক্ষতেই কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় ?
A) 73
B) 112
C) 360
D) 370

139) কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাশ হয়ে ছিল ?
A) ভি.পি.সিং
B) রাজীব গান্ধী
C) নরসিংহ রাও
D) এ.বি.বাজপেয়ী

140) The Constitution of India was adopted by / ভারতের সংবিধান গৃহীত হয়েছিল
A) Indian National Congress/ ভারতীয় ন্যাশনাল কংগ্রেস
B) Indian League/ ইন্ডিয়ান লিগ
C) Indian Constituent Assembly/ ভারতীয় সাংবিধানিক সভা
D) None of the above/ উপরের কোনোটিই নয়